ঘরে ঘরে ইন্টারনেট দিতে চান মাহিয়া মাহি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সেচের পানি সংকটের পেছনে সিন্ডিকেট ভেঙ্গে ফেলার প্রতিশ্রুতির পাশাপাশি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। ভোটের প্রচারণার মাঠে নেমে প্রতিদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তিনি।
তার প্রচারণা উপলক্ষ্যে গোদাগাড়ীর বালিয়াঘাটা হিন্দুপাড়া গ্রামের মানুষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে মাহিয়া মাহি বলেছেন, ‘আপনারা এটা জানেন, গত বছর পানির জন্য দুই আদিবাসী কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। পানির জন্য কেন মানুষ কষ্ট করবে?’
তিনি আরো বলেন, ‘সরকার তো এই বরেন্দ্রভূমির জন্য কোটি কোটি টাকা দিয়েছে। এই টাকা কোথায় গেল? আপনারা সবাই যদি আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন, আমি প্রথমেই বরেন্দ্রভূমির পানি সমস্যা নিয়ে কাজ করব, যাতে কোনো কৃষক পানির অভাবে কষ্ট না পান। আর আমার মা–বোনেরা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে যাতে ১৫ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারেন, সে ব্যবস্থা করব।’
সবাইকে নিজের ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাহি বলেন, ‘চৌধুরীকে ৭ তারিখ কাঁদতে হবে। কেন কাঁদবেন? কারণ, তিনি সেদিন বুঝতে পারবেন, তানোর-গোদাগাড়ীর মেহনতি মানুষ, কৃষক–শিক্ষক তাঁকে ভালোবাসেন না। তিনি শিক্ষককে কান ধরে উঠবস করান। শিক্ষককে মারেন। তিনি এত বড় জমিদার সাহেব হয়ে গেছেন। আমাদের শক্তি বেশি না, জমিদারের শক্তি বেশি? আমরা সবাই যদি একজোট হই, তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে পারব। আমরা ৭ তারিখ এই অন্যায়ের প্রতিবাদ করব।’







